সারা বিশ্বে ভেটেরিনারি পেশার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্যই এ বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন করা হয়। ২০০০ সালে সূচনা হলেও ২০০১ সাল হতে এপ্রিল মাসের শেষ শনিবার এ দিবসটি পালিত হয়ে আসছে। জেলা প্রাণিসম্পদ দপ্তর, বগুড়া’র আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ড. মো: আনিছুর রহমান জেলা প্রাণিসম্পদ অফিসার, বগুড়া’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মো: সহিদুল ইসলাম প্রাক্তন উপপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ ঢাকা মহোদয়, জেলা ট্রেনিং অফিসার ডা: মো: মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মোছা: নাছরীন পারভীন, উপজেলা পর্যায়ের ভেটেরিনারিয়ানবৃন্দ এবং ভেট এক্সিকিউটিভ, বগুড়ার সদস্য ছাড়াও বেসরকারি ভেটেরিনারিয়ানবৃন্দ।
এ বছরের প্রতিপাদ্য ছিল Animal Health Takes a Team. প্রাণিস্বাস্থ্য রক্ষা শুধু প্রাণিচিকিৎসকের একক দায়িত্ব নয়, বরং এটি একটি সম্মিলিত প্রক্রিয়া। আলোচনা সভা শেষে দিনব্যাপী ভেটেরিনারি সেবা কার্যক্রম পরিচালিত হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS