Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

’’Veterinarians are essential health worker ‘’এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৭এপ্রিল, ২০২৪ রোজ: শনিবার বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৪ উৎযাপিত হতে যাচ্ছে


সিটিজেন চাটার

জেলা প্রাণিসম্পদ দপ্তর, বগুড়া এর Citizen Help Desk সংক্রান্ত তথ্যাদি

 

ক্রমিক নং

সেবার নাম

প্রয়োজনীয়

সর্বোচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র

প্রাপ্তির স্থান

ফি/চার্জেস( টাকা জমাদানের কোড/খাত ও কখন প্রদান করতে হবে তা  উল্লেখসহ

দায়িত্ব কর্মকর্তা

( কর্মকর্তার পদবী, জেলার কোডসহ টেলিফোন নম্বর)

উর্দ্ধতন কর্মকর্তা, যার কাছে আপীল বা অভিযোগ করা যাবে (কর্মকর্তার পদবী, জেলার কোডসহ টেলিফোন নম্বর)

গবাদিপশুর খামার রেজিষ্ট্রেশন

আবেদন দাখিল করার পর এক মাসের মধ্যে

১। নির্ধারিত ফরমে আবেদনপত্র আলাদা ফরোয়াডিংসহ)

২। রেজিষ্ট্রেশন ফি জমার চালান কপি

৩। পাসপোর্ট সাইজ ছবি ২ কপি (সত্যায়িত)

৪। জাতীয় পরিচয়পত্র (সত্যায়িত)

৫। খামারের লে-আউট প্ল্যান

৬। শিক্ষা সনদ (সত্যায়িত)

৭। রোগের রেকর্ড বই (ফটোকপি সত্যায়িত)

৮। জনবল কাঠামোর বিবরণ

৯। পরিদর্শন বা যাচাই-বাছাই প্রতিবেদন (সুপারিশসহ)

সংশ্লিষ্ট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর

১-৪৪৪১-০০০০-২৩৩১

সংশ্লিষ্ট উপজেলার সোনালী ব্যাংকে

(সরকার কর্তৃক নির্ধারিত আবেদন ফি, রেজিষ্ট্রেশন ফি এবং নবায়ন ফি জমা স্বাপেক্ষে)

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বগুড়া

ফোন-০৫১-৬৫৪৩১

উপ পরিচালক

বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর

রাজশাহী বিভাগ, রাজশাহী

ফোন - ০৭২১-৭৬১২৯২

হাঁস-মুরগীর খামার রেজিষ্ট্রেশন

আবেদন দাখিল করার পর এক মাসের মধ্যে

১। নির্ধারিত ফরমে আবেদনপত্র আলাদা ফরোয়াডিংসহ)

২। রেজিষ্ট্রেশন ফি জমার চালান কপি

৩। পাসপোর্ট সাইজ ছবি ২ কপি (সত্যায়িত)

৪। জাতীয় পরিচয়পত্র (সত্যায়িত)

৫। খামারের লে-আউট প্ল্যান

৬। শিক্ষা সনদ (সত্যায়িত)

৭। রোগের রেকর্ড বই (ফটোকপি সত্যায়িত)

৮। জনবল কাঠামোর বিবরণ

৯। পরিদর্শন বা যাচাই-বাছাই প্রতিবেদন (সুপারিশসহ)

সংশ্লিষ্ট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর

১-৪৪৪১-০০০০-২৩৩৫

সংশ্লিষ্ট উপজেলার সোনালী ব্যাংকে

(সরকার কর্তৃক নির্ধারিত আবেদন ফি, রেজিষ্ট্রেশন ফি এবং নবায়ন ফি জমা স্বাপেক্ষে)

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বগুড়া

ফোন- ০৫১-৬৫৪৩১

উপ পরিচালক

বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর

রাজশাহী বিভাগ, রাজশাহী

ফোন - ০৭২১-৭৬১২৯২

ফিড মিল ও পশুখাদ্য বিক্রেতার লাইসেন্স প্রদান(ক্যাটাগরি-১,২,৩

আবেদন দাখিল করার পর এক মাসের মধ্যে

১। নির্ধারিত ফরমে আবেদনপত্র আলাদা ফরোয়াডিংসহ)

২। রেজিষ্ট্রেশন ফি জমার চালান কপি

৩। পাসপোর্ট সাইজ ছবি ২ কপি (সত্যায়িত)

৪। জাতীয় পরিচয়পত্র (সত্যায়িত)

৫। খামারের লে-আউট প্ল্যান

৬। শিক্ষা সনদ (সত্যায়িত)

৭। রোগের রেকর্ড বই (ফটোকপি সত্যায়িত)

৮। জনবল কাঠামোর বিবরণ

৯। পরিদর্শন বা যাচাই-বাছাই প্রতিবেদন (সুপারিশসহ)

সংশ্লিষ্ট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর

১-৪৪৪১-০০০০-২৬৮১

সংশ্লিষ্ট উপজেলার সোনালী ব্যাংকে

(সরকার কর্তৃক নির্ধারিত আবেদন ফি, রেজিষ্ট্রেশন ফি এবং নবায়ন ফি জমা স্বাপেক্ষে)

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বগুড়া

ফোন- ০৫১-৬৫৪৩১

উপ পরিচালক

বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর

রাজশাহী বিভাগ, রাজশাহী

ফোন - ০৭২১-৭৬১২৯২

গবাদী পশুর টিকাদান

বাচ্চা জন্মের ৪ মাস পর হতে শুরু

১। গবাদীপশুর মালিকগন তাদের গবাদীপশু সমুহ টিকাদান কেন্দ্রে নিয়ে আসবেন এবং টিকা দেওয়ার জন্য আবেদন জানাবেন। টিকা প্রদান কারি কর্তৃপক্ষ টিকা প্রদানের জন্য টিাকা প্রস্তুত করবেন এবং ফি আদায় করবেন। ফি আদায়ের পর টিকা প্রদান করবেন এবং পশুর মালিক পশু বাড়ি নিয়ে যাবেন। নিয়মিতভাবে এলাকার চাহিদা অনুযায়ী নিবিড় টিকাদান কর্মসূচী পরিচালনা করা হয়ে থাকে।

২। কমপক্ষে ১৫ দিন অন্তর এক একটি রোগের টিকা দিতে হয়।

৩। হাঠাৎ কোন রোগের প্রাদুর্ভাব দেখা দিলে জরুরী ভিত্তিতে ঐ রোগের টিাকা প্রদান করা হয়।

৪। নির্দিষ্ট পশুকে নির্দিষ্ট রোগের টিকা প্রদান করা হয়।

সংশ্লিষ্ট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, মৌখিক/লিখিত আবেদন

সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

বগুড়া সদর, বগুড়া

ফোন-০৫১-৬৬৮৬৩

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বগুড়া

ফোন- ০৫১-৬৫৪৩১

হাঁস-মুরগীর টিকাদান

জন্মের পর হতেই শুরু

১। গবাদীপ্রাণীর মালিক নির্দিষ্ট স্থানে হাঁস-মুরগি জমা করবে এবং টিকা প্রাদানের জন্য আবেদন করবে। টিকা গুলানুর পর এবং মূল্য আদায়ের পর টিকা প্রদান করবে। প্রতি সপ্তাহে একদিন উপজেলা প্রাণি হাসপাতালে হাঁস-মুরগীর টিকা প্রাদান করা হয়।

২। ইউনিয়ন পশুপাখী কল্যান কেন্দ্রে প্রয়োজন অনুযায়ী টিকা প্রদান করা হয়ে থাকে।

৩। সেবাকর্মীর মাধ্যমে কোন নির্দিষ্ট এলাকায় চাহিদা মোতাবেক টিকা প্রদান করা হয়ে থাকে।

৪। সরকারী/বেসরকারী খামার সমূহে রুটিন মাফিক টিকা প্রদান করা হয়।

মৌখিক/লিখিত আবেদন সংশ্লিষ্ট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর

সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

বগুড়া সদর, বগুড়া

ফোন-০৫১-৬৬৮৬৩

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বগুড়া

ফোন- ০৫১-৬৫৪৩১

কৃষক/খামারী

প্রশিক্ষণ

বছরে ২/১ বার

১। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়ার পর ভিএফএ. ইউএলএ এবং ইউপি মেম্বর সমন্বেয়ে তালিকা প্রনয়ণ করার পর ইউপি সভা এবং উপজেলা পরিষদ সভায় তালিকা অনুমোদনের পর প্রশিক্ষণের দিন, তারিখ এবং সময় নির্ধারণ করা হয় এবং সংশ্লিষ্টদের অবহিত করা হয়।

২। প্রয়োজন অনুযায়ী অতিথি বক্তা নির্বাচন করা হয়।

৩। নির্দিষ্ট সময় প্রশিক্ষণের দেওয়ার পর প্রশিক্ষণ সমাপ্ত করা হয়।

লিখিত আবেদন উপজেলা প্রাণিসম্পদ অফিস

বিনামূল্যে

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বগুড়া

ফোন- ০৫১-৬৫৪৩১

 

উপ পরিচালক

বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর

রাজশাহী বিভাগ, রাজশাহী

ফোন - ০৭২১-৭৬১২৯২

 

পুনর্বাসন ও উপকরণ সহায়তা প্রদান                        

 

দুর্যোগকালীন

সময়ে

১। দুর্যোগময় পরিস্থিতিতে/বিশেষ পরিস্থিতিতে পূনর্বাসন ও ক্ষতিপুরন প্রদান করা হয়।

২। সরকার কর্তৃক প্রদানকৃত/ বরাদ্দকৃত অর্থ/উপকরন অগ্রাধিকার তালিকা প্রণয়নের মাধ্যমে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্থ খামারী/পশু-পাখি পালনকারীদের মাঝে পুনর্বাসন ও উপকরণ সহায়তা প্রদান করা হয়।

অগ্রাধিকার তালিকা উপজেলা প্রাণিসম্পদ অফিস

বিনামূল্যে

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বগুড়া

ফোন- ০৫১-৬৫৪৩১

 

উপ পরিচালক

বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর

রাজশাহী বিভাগ, রাজশাহী

ফোন - ০৭২১-৭৬১২৯২

 

দুর্যোগকালীন সময়ে জরুরী সেবা প্রদান

দুর্যোগকালীন

সময়ে

দুর্যোগকালীন সময়ে জরুরী সেবা প্রদানের জন্য অগ্রাধীকার তালিকা ক্সতরী করা হয়। আক্রান্ত এলাকার চাহিদা মোতাবেক এবং সেবা পণ্য প্রাপ্তি সাপেক্ষে নির্দিষ্ট এলাকায় সেবা প্রদান করা হয়। প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি ও বেসরকারি সেবা মূলক প্রতিষ্ঠানের সহযোগিতায় অধিদপ্তরের জরুরী সেবা প্রদান করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ

অফিস

বিনামূল্যে

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বগুড়া

ফোন-০৫১-৬৫৪৩১

 

উপ পরিচালক

বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর

রাজশাহী বিভাগ, রাজশাহী

ফোন - ০৭২১-৭৬১২৯২

 

উন্নত প্রযুক্তি জনসাধারণের মাঝে বিতরণ

৬-১২ মাস

উন্নত প্রযুক্তি জনসাধারণের মাঝে হস্তান্তরের জন্য কৃষক/খামারীদেরকে নিয়ে সভা/প্রশিক্ষনের আয়োজন করা হয়। এর মাধ্যমে প্রযুক্তির/বিবরণী জনসাধারনের মাঝে হস্তান্তর করা হয়।

প্রযুক্তি ডকুমেন্ট,

সদর দপ্তর

বিনামূল্যে

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বগুড়া

ফোন-০৫১-৬৫৪৩১

 

উপ পরিচালক

বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর

রাজশাহী বিভাগ, রাজশাহী

ফোন - ০৭২১-৭৬১২৯২

 

১০

জনসাধারণের অভিযোগ গ্রহণ এবং নিস্পত্তিকরণ পর ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযোগ থাকলে দনন্দিন

যে সমস্ত সেবা জনগণকে সরাসরি দেয়া যায় না বা জনগণ পায় না, সে বিষয়ে জনগণের নিকট থেকে অভিযোগ শোনার পর ব্যবস্থা গ্রহন করা হয়।

লিখিত/মৌখিক আবেদন উপজেলা/জেলা প্রাণিসম্পদ দপ্তর

বিনামূল্যে

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বগুড়া

ফোন- ০৫১-৬৫৪৩১

 

উপ পরিচালক

বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর

রাজশাহী বিভাগ, রাজশাহী

ফোন - ০৭২১-৭৬১২৯২

 

১১

উন্নত জাতের ঘাসের চারা/বীজ বিতরণ

সপ্তাহে ২/৩ বার

নির্দিষ্ট এলাকায় ঘাস চাষের জন্য নির্দিষ্ট এলাকার কৃষক নির্বাচন করা হয়। কৃষকদেরকে যথানিয়মে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের পর বীজ/চারা বিতরণ করা হয়। বীজ/চারা বিতরনের পর ঘাসের প্লট পরির্দশন করা হয়।

লিখিত/মৌখিক আবেদন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র

বিনামূল্যে

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বগুড়া

ফোন- ০৫১-৬৫৪৩১

 

উপ পরিচালক

বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর

রাজশাহী বিভাগ, রাজশাহী

ফোন - ০৭২১-৭৬১২৯২

 

১২

পশু খাদ্য তৈরী/বিক্রয়ের লাইসেন্স প্রদান

আবেদন প্রাপ্তি স্বাপেক্ষে

আবেদনকারী মহা পরিচালক বরাবরে আবেদন করবে। সংশ্লিষ্ট শাখা প্রদান কর্তৃক যাচাই বাছাই করার পর নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে লাইসেন্স প্রদান করা হয়।

লিখিত আাবেদন

সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বগুড়া

ফোন- ০৫১-৬৫৪৩১

 

উপ পরিচালক

বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর

রাজশাহী বিভাগ, রাজশাহী

ফোন - ০৭২১-৭৬১২৯২