Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

’’Veterinarians are essential health worker ‘’এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৭এপ্রিল, ২০২৪ রোজ: শনিবার বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৪ উৎযাপিত হতে যাচ্ছে


বিস্তারিত

যোগদানের তারিখ

:

৩০ জানুয়ারি, ২০২৪

ফোন নম্বর

:

০২৫৮৯৯০২৭০৯

মোবাইল নম্বর

:

০১৩২৪২৮৯৩২৪

ই-মেইল ঠিকানা

:

dlobogura@dls.gov.bd

জনাব ড. মোঃ আনিছুর রহমান জেলা প্রাণিসম্পদ অফিসার (অ.দা.) হিসেবে জেলা প্রাণিসম্পদ দপ্তর, বগুড়ায় কর্মরত আছেন। তিনি ১৯৯৯ সালের ২৪ শে অক্টোবর গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় ভেটেরিনারি সার্জন হিসেবে কর্মজীবন শুরু করেন। অতঃপর তিনি গাইবান্ধা সদর উপজেলায় ভেটেরিনারি সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন। গাইবান্ধা সদর উপজেলায় ভেটেরিনারি সার্জন হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় USDA এর অর্থায়নে “Incidence and risk factors associated with mastitis in dairy cows in Bangladesh” শিরোনামে Theriogenology তে এমএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি বগুড়া জেলার কাহালু, নওগাঁ জেলার রাণীনগর, বগুড়া জেলার গাবতলী ও দুপচাঁচিয়া উপজেলায় “উপজেলা প্রাণিসম্পদ অফিসার” হিসেবে দায়িত্ব পালন করেন। দুপচাঁচিয়া উপজেলায় “উপজেলা প্রাণিসম্পদ অফিসার” হিসেবে দায়িত্ব পালনকালে তিনি IAEA, Austria, Vienna এর অর্থায়নে ''Application of genomic tools for genetic improvement of crossbred Friesian cattle in Bangladesh'' শিরোনামে Surgery and Obstetrics বিভাগে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পিএইচডি ডিগ্রি অর্জন শেষে তিনি প্রাণিসম্পদ অধিদপ্তর-ঢাকা, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকায় দায়িত্ব পালন করেন। পিএইচডি গবেষণাকালিন সময়ে ১৯/০২/২০১৯ খ্রিঃ তারিখে তিনি জেলা প্রাণিসম্পদ অফিসার/সমমান পদে পদোন্নতি পান। অতঃপর তিনি জেলা ট্রেনিং অফিসার (DTO) হিসেবে দিনাজপুর জেলায় যোগদান করেন। গত ১৭/০৮/২০২৩ খ্রিঃ তারিখ থেকে জেলা ট্রেনিং অফিসার, বগুড়া হিসেবে কর্মরত আছেন। তিনি ৩০/০১/২০২৪ তারিখ থেকে অদ্যাবধি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বগুড়া’র অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত আছেন।


জনাব ড. মোঃ আনিছুর রহমান গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী গ্রামে এক সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় হতে ১৯৮৯ সালে এসএসসি, কারমাইকেল কলেজ, রংপুর হতে ১৯৯১ সালে এইচএসসি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়সনসিংহ হতে ভেটেরিনারি সাইন্সে ১৯৯৮ সালে ডিভিএম ডিগ্রি, ২০০৬ সালে এমএস ডিগ্রি এবং ২০২৩ সালে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি ২০১৩ সালে PLDP-DLS প্রকল্পের আওতায় থাইল্যান্ডের KASETSART University তে “Training on International Leadership Development in Poultry Sector” বিষয়ে ২১ দিনব্যাপি প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।